পর্যবেক্ষকদের আশঙ্কা আসামের খসড়া নাগরিক তালিকা থেকে বাদ পড়া ৪১ লাখ মানুষের বড় একটি অংশ চূড়ান্ত তালিকা (এনআরসি) থেকেও বাদ পড়বেন। তাদের বেশির ভাগই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী। ক্ষমতাসীন বিজেপি সরকারের ঘোষিত নীতি অনুযায়ী বাদ পড়া এসব মানুষদের ভারত থেকে বিতাড়ন করা হবে। এসব মানুষকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিজেপি নেতারা বলছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকা এসব মানুষ বাংলাদেশে পাঠানো সহজ হবে বলে মনে করেন না বিশ্লেষকরা। ফলে তাদের ভারতের অভ্যন্তরেই আটক রাখতে হবে। মার্কিন সংবাদমাধ্যম টাইম অনলাইন জানিয়েছে, এনআরসি প্রকাশ সামনে রেখে আসামে দশটি ডিটেনশন সেন্টার (আটক কেন্দ্র) নির্মাণের কাজ শুরু হয়েছে।
ছয় বছরের প্রচেষ্টার পর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এনআরসি প্রকাশ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার। তবে এই তালিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সর্বশেষ প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪১ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে যায়। এদের বেশিরভাগই দরিদ্র, অশিক্ষিত এবং সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের সদস্য।
পর্যবেক্ষকদের আশঙ্কা শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে বহু পরিবার বিচ্ছিন্ন আর অবরুদ্ধ হয়ে পড়বে। এমনকি অনেকেই বাংলাদেশের দিকে ছুটবে। তাদের মধ্যে হয়তো অনেকেই কখনোই বাংলাদেশে পা রাখেনি। মানবাধিকার গ্রুপগুলোর আশঙ্কা এই তালিকা রোহিঙ্গা সংকটের মতো আরেকটি সমস্যার তৈরি করতে পারে। মিয়ানমারের নাগরিকত্ব বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী ২০১৭ সালে নিপীড়নের শিকার হলে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয় সাড়ে সাত লাখেরও বেশি মানুষ।
আবার অনেকের আশঙ্কা এই তালিকা একটি বিরক্তিকর প্রবণতা তৈরি করবে। এরইমধ্যে আসামকে পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করে ভারতের অন্য অংশ থেকে ‘অনুপ্রবেশকারী’দের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মে মাসে বিজেপি পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, ‘পুরো দেশেই এনআরসি বাস্তবায়ন করা হবে। প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেব’।