লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে বিথী বেগম নামে এক নব-বধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিঘরবাজারের পশ্চিম পাশে পশ্চিম বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে নব-বুধর মরদেহ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মতিউর রহমানের পুত্র মাসুদ রানার সাথে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের ৭ মাসে আগে বিয়ে হয়েছে। শুক্রবার দুপুরের পর ওই নব-বুধ বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রচন্ড পানির ¯্রােতে ডুবে যায় ওই নব-বুধ। পরে স্থানীয় ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।