মুলাদীতে সমাজসেবক, বীরমুক্তিযোদ্ধা ইসাহাক হাওলাদারের স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মরহুম ইসাহাক হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাড়িতে কোরআনখানী, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মরহুম ইসাহাক হাওলাদারের ছেলে আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা কেন্দ্রিয় যুবলীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন খান, খাসেরহাট কাজিরচর নূরানী কওমিয়া মাদরাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল খালেক, জালালপুর কওমিয়া মাদরাসার মোহতামিম আলহাজ্ব ক্বারী আব্দুল বারীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।