মুলাদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মুলাদী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উপজেলার ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সমন্বয়ে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক। বিশেষ অতিথি ছিলেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা কেন্দ্রিয় যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মনিরুল হক মিঠু খান, মুলাদী পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভুইয়া কামাল, আলোকিত মুলাদীর উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন আহমেদ জুয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।