দাপ্তরিক কাজের স্বীকৃতি স্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিস সহকারী নির্বাচিত হয়েছেন মুলাদী ভুমি অফিসের সহকারী মোঃ আলমগীর হোসেন। গত ২৫ আগস্ট বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ পুরস্কার প্রদান করেন। আলমগীর হোসেন প্রায় ৩ বছর ধরে মুলাদী উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারীর দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ অফিস সহকারী নির্বাচিত হওয়ায় আলমগীর হোসেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লিটন ঢালীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া মুলাদী ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) আলমগীর হোসেন শ্রেষ্ঠ অফিস সহকারী নির্বাচিত হওয়ায় তার সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।