জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও মুজিবনগর দিবস উপলক্ষ্যে শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের উদ্যোগে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কলেজ গভনিং বডির সদস্য আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও কলেজ গভনিং বডির সদস্য আবু দাউদ, কলেজ গভনিং বডির সদস্য আব্দুস সালাম, আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষ আনিছরি রহমান, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভেড়ামারা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম। সর্বশেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও মধ্যে পুরস্কার করেন।