মোল্লাহাটে বাংলা ও ইংরেজি পঠন যোগ্যতা অর্জনের সহজ কৌশল অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে ৫৮ নং হাড়িদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলার সকল (১০৭ টি) প্রাথমিক বিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিষয়ের মোট ২১৪ জন শিক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।