বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ধর্ষকের বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই নারী।
শুক্রবার বিকেলে ধর্ষিতা ওই নারী জানান, গত এক বছর আগে শিকারপুর বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত আলমগীর সরদারের পুত্র মাইনুল ইসলামের সাথে তার পরিচয় হয়। এরই সুত্রধরে একপর্যায়ে শিকারপুর বন্দরের রুপসী বাংলা নামক তরিকুল ইসলামের শিওর ক্যাশের দোকানে নিয়ে তাকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারন করা হয়। ওই নারী আরও জানান, ধর্ষণের বিষয়টি তার স্বামীকে জানিয়ে দেওয়ার কথা বললে তাকে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষক মাইনুল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত একবছর যাবত তার সাথে শারিরিক সম্পর্ক স্থাপণ করে। এক পর্যায়ে ওই গৃহবধু আন্তঃসত্ত্বা হয়ে পরলে কৌশলে ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটায় মাইনুল। পরবর্তীতে বিষয়টি ওই নারীর স্বামী জানলে তার স্বামীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে ওই গৃহবধু বিয়ের জন্য চাপ দিলে মাইনুল ইসলাম তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। শুক্রবার বিকেলে ওই নারী বিয়ের দাবীতে মাইনুলের বাড়ীতে গিয়ে অবস্থান নিলে ঘরে তালা লাগিয়ে সটকে পরে তার (মাইনুল) পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, এবিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।