জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার গৌরনদী উপজেলায় মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের নামে প্রতিষ্ঠিত “গৌরনদী আমিনা বেগম হোমিওপ্যাথী কলেজ ও হাসপাতাল”র উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়। মাসব্যাপী চিকিৎসা সেবার শেষদিন শুক্রবার দুপুরে কলেজের হলরুমে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ কেএম সাইদ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, কলেজ গবর্নিং বডির সদস্য আব্দুস সালেক মামুন প্রমুখ।