খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, চিকিৎসা বান্ধব সরকারের লক্ষ্য-উদ্দেশ্য পূরণে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন । তিনি সংশ্লিষ্টদের প্রতি দীর্ঘদিনের সিন্ডিকেট ব্যবস্থ্যা ভেঙে হাসপাতালের নিয়মিত মাসিক সভা, পরিস্কার পরিছন্নতা, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য সম্মত খাদ্য ও পানি সরবরাহ, রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
শুক্রবার সকালে কয়রা জায়গীর মহল স্বাস্থ্যকমপ্লেক্সের মাসিক সভায় চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, ওসি মোঃ রবিউল হোসেন, ভাইচ চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, নাছিমা আলম,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুজাত আহম্মদ, ইউপি চেয়ারম্যান আমীর আলী গাইন, আব্দুল্লাহ আল মামুন (লাবলু), নুর ইসলাম কোম্পানী, নাজমুল শাহাদাত, আওয়ামী লীগ নেতা বিভূতী ভুষন সানা, নির্মল দাশ, জাফরুল ইসলাস, আঃ গনি সরদার, যুবলীগ নেতা ইউপি সদস্য হাসানুজ্জামান, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা তছতিম হোসাইন তাজ, পার্থ প্রতিম চক্রবর্তী সহ বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ।