খুলনার পাইকগাছায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়দানকারী প্রতারক রায়হানকে পুলিশ আটক করেছে। সে উপজেলার বারুইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী ও প্রশাসনের লোক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।
এ প্রতারক বিরাশী গ্রামের আকলিমা, রোজিনা, রোকন, রহিম, জেসমিন, সখিনা ও মোস্তফার কাছ থেকে ভালো কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে বিরাশীর মান্দার গাজীর ছেলে আকবার আলী গাজী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। পাইকগাছা থানা ওসি এমদাদুল হক শেখ জানান, রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে হয়রানি করায় আটক করা হয়েছে।