কসবায় প্রথম শ্রেণির শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক ছোলেমান মিয়া (১৭) কে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শিশুর পিতা অলিউল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
থানায় দায়েকৃত মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের প্রথম শ্রেণির শিশু (৭)কে বৃহস্পতিবার বিকেলে খেলার স্থল থেকে চকলেটের প্রলোবন দেখিয়ে একই গ্রামের মো. রফিক মিয়ার ছেলে বখাটে ছোলেমান মিয়া (১৭) তার কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার আত্মচিৎকারে আসেপাশের লোকজন ছোটে এসে ধর্ষক ছোলেমান মিয়াকে আটক করে পুলিশে খবর দিলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। ভিকটিম শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে। গ্রেফতার হওয়া ধর্ষক ছোলেমান মিয়াকে গতকাল শুক্রবার (৩০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।