পিরোজপুর নাজিরপুর উপজেলার কলাতলা(গাঙ্গের আগা) নামক স্থানে অটোবাইকের ধাক্কায় এমরান নামের (৬) বছরের শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে। শিশু এমরান কলাতলা গ্রামের এবাদুল শেখের পুত্র। প্রত্যখ্য দর্শিরা জানান, পিরোজপুর-ঢাকা মহাসড়কের কলাতলা গ্রামের (গাঙ্গের আগা) নামক স্থানে এমরান ও তার ছোট ভাই দুজনে দৌড়ে রাস্তা পার হচ্ছিল এ সময় একটি অটো-বাইক এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে তার শরিরের উপর দিয়ে চলে যায়। সাথে সাথে স্থানিয়রা তাকে নাজিরপুর সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করলে সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।