উয়েফার ইউরোপ সেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন হারিয়েছেন টটেনহ্যামের হুগো লরিস এবং বার্সেলোনার মার্ক টের স্টেগানকে। ওদিকে ২০১৮-১৯ মৌসুমের ইউরোপসেরা ডিফেন্ডার হয়েছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। তিনি দুর্দান্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। নেদারল্যান্ডস ডিফেন্ডার তার জাতীয় দল সতীর্থ ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ডকে হারিয়েছেন।
এ ছাড়া সর্বশেষ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সে খেলা এবং চলতি মৌসুমে জুভেন্টাসে যাওয়া ম্যাথিউস ডি লিটকে পেছনে ফেলেছেন তিনি। সেরা ফরোয়ার্ড হয়েছেন মেসি। গেল মৌসুমে তার দল লা লিগা জিতেছেন। জাতীয় দল এবং ক্লাবের হয়ে গেল বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেছেন। তিনি সেরা ফরোয়ার্ডের দৌড়ে থাকা জুভেন্টাসের রোনালদো এবং লিভারপুলের সাদিও মানেকে হারিয়েছেন। সর্বশেষ মৌসুমের সেরা মিডফিল্ডার হয়েছেন আয়াক্স থেকে বার্সেলোনায় আসা ফ্রাঙ্ক ডি জং।