বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী পণ্য ও ৮টি গরুসহ একজনকে আটক করেছে। আটক আরশাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ১৬ বোতল ফেনসিডিল, ২০ বোতল পাঞ্চ বাংলা মদ, ২০০ বোতল কেশ তৈল, ৮৭ জোড়া সেন্ডাল।
দৌলতপুর বিওপি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর সর্দারপাড়ার দুই চোরাকারবারীকে ধাওয়া করে আরশাদ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় দিলারা বেগম নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
দৌলতপুর বিওপির একটি দল ভোর সাড়ে ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল কেশ তৈল আটক করে।
কায়বা বিওপির একটি টহল দল বৃহস্পতিবার ভোর ৪ টায় কায়বা গ্রামের রামভদ্রপুর হতে ৮৭ জোড়া স্যান্ডেল আটক করে।
রুদ্রপুর বিওপির একটি টহল দল বৃহস্পতিবার রাত ২টায় পশ্চিম রুদ্রপুর নামক স্থান হতে ৮টি এঁড়ে গরু আটক করে।
অগ্রভূলাট বিওপির একটি টহল দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে অগ্রভূলাট মাঠ হতে ২০ বোতল পাঞ্চ মদ আটক করে।