বরগুনার আমতলীতে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫তলা কোয়ার্টারে ৪টি ফ্লাটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়াটারের তৃতীয় তলায় সিনিয়র স্টাফ নার্স তানজিলা বেগমের ফ্লাটের তালা ভেঙ্গে বাসার মধ্যে থাকা আলমিরা ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা, একটি স্বর্নের চেইন, ব্যাংগেল দুটা, ল্যাপটপ একটা, মনিটর একটা নিয়ে যায়। এ সময় নার্স তানজিলা হ্সপাতালে কর্মরত ছিলেন। একই তলার সিনিয়র স্টাফ নার্স জাকেরা বেগমের ফ্লাটের তালা ভেঙ্গে বাসার মধ্যে থাকা ৬ বড়ি স্বর্নলংকার, নগদ ৬০ হাজার টাকা এবং ৫ম তলায় সিনিয়র স্টাফ র্নাস রেজবি বেগমের ফ্লাটের তালা ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা ৪ বড়ি স্বর্নলংকার ও একই তলার সিনিয়র স্টাফ নার্স আসমা বেগমের ফ্লাটের তালা ভেঙ্গে মুল্যবান জিনিষ পত্র নিয়ে যায়। এ সময় নার্স জাকেরা, রেজবি বেগম হাসপাতালে কর্মরত ছিল।
আমতলী উজলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা: শংকর প্রসাদ অধিকারী জানান, এ ব্যাপারে আমতলী থানাকে অবহিত করা হয়েছে।
আমতলী থানার কর্মকর্তা ইনচার্জ মো. আবুল বাশার মুঠোফোনে জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।