কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধের উপর রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ) দুপুরে হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পৃষ্টপোষকতায় রচনা ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করে সততা সংঘ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে রচনা ও বির্তক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, আবুল কালাম আজাদ, হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।