কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। সামর্থ অনুযায়ী চলছে চিকিৎসা, জানালেন চিকিৎসক ও সেবিকারা। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ডেঙ্গু রোগীদের দেখতে ও চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের নিকট থেকে সার্বিক পরিস্থিত সম্পর্কে অবগত হন নেতৃবৃন্দ। ২৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৯ জন। এর মধ্যে স্থানীয় রোগী ৪৭ জন। উপজেলার বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩৪ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কালিগঞ্জে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শ্রীকলা গ্রামের আলমগীর হোসেন (১৪) এক মাদ্রাসা ছাত্র মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, ২৮ আগস্ট ভর্তি ছিল ১০ জন। তাদের মধ্যে ১জনকে অন্যত্র স্থানান্তর করা হয়। বাকী ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি যান। আবার ২৯ আগস্ট দুপুর পর্যন্ত নতুন করে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ ৯ জন চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগী শনাক্তের কীট নিয়ে আপাতত: কোন সমস্যা নেই। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে সর্বস্তরের নেতৃবৃন্দ কাজ করছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সদস্য ও জজকোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।