প্রচলিত আইনকে অমান্য করে প্রেয় দেড়মাস পূর্বে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আবদুল সালাম মোল্যা তার মেয়ে রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রুবিনা খাতুন (১৪) কে গোপনে বিয়ে দেন। বর একই ইউনিয়নের নেঙ্গী গ্রামের সমজেদ গাজীর ছেলে বিল্লাল হোসেন (২৩)। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রুবিনা খাতুনকে ঘরে তুলে নেয়ার উদ্দেশ্যে মেয়ের পিতার বাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে উপস্থিত হন বিল্লাল হোসেন। বাল্যবিয়ের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে মেয়ের পিতা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা এবং বরসহ তার সাথের লোকজন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম সাজার আদেশ দেয়া হয়। এর পরপরই বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বিয়ের কাজী বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত আবদুল করিমের ছেলে ফুয়াদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। বাল্যবিয়ের ঘটনায় অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।