ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় করানোর লক্ষ্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। এ ছাড়া মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে ৩৯সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। ডেঙ্গু মোকাবেলায় করণীয় ও ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার জন্মস্থল ধ্বংসের উপায়সমূহ নিয়ে মতামত ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরিম আলী, সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হোসেন ছোট, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুশুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান দিপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খান আসাদুর রহমান, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগৈর সভাপতি মোখলেছুর রহমান মুকুল, ধলবাড়িয়া সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রী, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, নলতা ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হাসান নাইম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আবদুস সবুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি না থাকায় মতবিনিময় সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ আলোচনার ভিত্তিতে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামকে আহ্বায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করেন। জেলা পরিষদের পক্ষ থেকে কালিগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন প্রদান ও প্রয়োজনীয় কীটনাশকসহ সরঞ্জামাদী সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন জেলা নেতৃবৃন্দ।