মুক্তাগাছা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় পৌর ক্লাস্টারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় পৌর ক্লাস্টারের ১৯টি বিদ্যালয়ের ১শ ৩০জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। স্থানীয় এপিবিএন পার্ক ‘ধীরে বহে মুক্তাগাছা’ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবযোগদানকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহী দিলশাদ এলিন। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, কামরুন্নাহার, আবুল কালাম আজাদ, মোঃ বজলুর রহমান, মোহাম্মদ আলী চকদার ও আবদুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মীর দেলোয়ার হোসেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।