বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদরের মনিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় খেলার মাঠে বগুড়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান মিলন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর জব্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা শিরিন নাহার, মোঃ সাজেদুল ইসলাম, আশরাফুল আলম, জিন্নাত আলম, আবদুল ওয়াহেদ, মোহাম্মদ আলী সিদ্দিক, মহেশ চন্দ্র দেবনাথ, নুর মোহাম্মদ সহ উপজেলা পর্যায়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমূখ। খেলায় ৪টি দল অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহনের মধ্য দিয়ে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফাঁপোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।