মোল্লাহাট উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “টেকনোলজি এমপাওয়ামেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজ ইয়ং পিপলস অব বাংলাদেশ (টেকাব)” শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন’র সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ২০টায় উপজেলা পরিষদ চত্বরে উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম এবং থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবীর, অধ্যক্ষ এল.এ. জাকির হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।