রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজনে এক জনসভা গত বুধবার রাতে মমিনপুরহাটে অনুুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক যূগ্ম মহাসচিব, রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।
স্থানীয় জাপা নেতা মাসুদার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেনসদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সুজন, জাতীয় শ্রমিক পার্টির সাবেক নেতা সামসুল আলম ও আবদুর রাজ্জাক।
সদ্যপুস্কুরিনী ইউপি জাপার সাবেক সাধারণ সম্পাদক রায়হানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ও মমিনপুর ইউপি জাপার সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন রনি মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ড জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।
জনসভায় সভায় সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, আমি মনোনয়ন প্রত্যাশি। মনোনয়ন চাইবো। মনোনয়ন না পেলে ছাপছাপ জবাব দেয়া হবে। শুধু আপনারা আমার পাশে থাকবেন। আপনারাই সকল উন্নয়নের উৎস। আজ আমাদের অভিভাবক নেই। আপনারা সারাজীবন সেই অভিভাবকে যে সম্মান ও মর্যাদা দিয়েছেন। আমি তার পরিবারের একজন সন্তান আপনাদের এই ঋণ পরিশোধ করতে চাই। চাই রংপুরের উন্নয়ন করতে। পাড়ায়-মহল্লায় কমিটি করে এলাকার উন্নয়ন করা হবে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।