জামালপুরের সাবেক বিতর্কিত ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় জামালপুর জেলা কার্যালয়ে এসে পৌঁছে তদন্তের কাজ শুরু করে এবং বিকাল ৩টা নাগাদ তা’ অব্যাহত রাখেন। ৫সদস্যের তদন্ত কমিটির সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব (মাঠ প্রশাসন অধি) ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যর তদন্ত কমিটির সাথে বিটিআরসির একজন আইটি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের আলোচিত সেই বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর সভাকক্ষে ঘটনার সাথে জড়িত নারী সানজিদা ইয়াসমিন সাধনা অফিস সহায়কের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্ত কমিটি। পরে দুপুর পৌঁনে ২ টার দিকে অভিযুক্ত নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে চলে যান। স্থানীয় জেলা প্রশাসন সুত্রে জানাযায় সাধনা আগামি রবিবার থেকে নতুন করে আরো ৫ দিনের ছুটির আবেদন করেছন। এদিকে বিভিন্ন মিডিয়ার কর্মীরা নবাগত জেলা প্রশাসকের কার্যালয়ে ভীর জমালে জেলা প্রশাসক এনামুল হক জানান,তদন্তকারি দল মিডিয়ার কর্মীদের সাথে কোন কথা বলবে না বলে জানিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা ওই দিন বিকালে ঢাকার উদ্যেশ্যে যাত্রা করেন। তবে প্রয়োজনে তারা আবারও আসতে পারেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান।
উল্লেখ যে গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে তার অফিসের নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারাদেশে তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ে ওএসডি করা হয়।