আসন্ন রংপুর সদর- ৩ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসাবে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা এম এ মজিদকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেয়ার দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড মহানগর শ্রমিকলীগের সভাপতি সায়েম মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, মেট্রোপলিটন কোতয়লীর যুগ্ন সাধারণ সম্পাদক তৈমুর রহমান রাশেদ এর নেতৃত্বে এক প্রচার মিছিল ও সমাবেশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কেরানীপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে রংপুর সদর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌর্কা মার্কার প্রার্থী হিসাবে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।