দুর্নিতীর মামলায় রংপুরের শঠিবাড়ি সরকারী মৎস বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীকে দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- দিয়েছে আদালত। আজ বিকেলে রংপুর দুর্নিতী দমন বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এ রায় প্রদান করেছেন। বিশেষ পিপি হারুনর রশীদ রায় দেবার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন সাবেক খামার ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলাম।
মামলার বিবরনে জানা গেছে রংপুরের শঠিবাড়িস্থ সরকারী মৎস বীজ উৎপাদন খামারে মাছের পোনা বিক্রির নামে সরকারী ছাপানো রশীদের বিপরীতে ডুপ্লিকেট রশীদ তৈরী করে মাছের পোনা বিক্রি করে আসামিরা ৫ লাখ টাকার সরকারী অর্থ আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদক আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দন্ড বিধি আইনের ৪০৯/১০৯ ধারা এবং দুর্নিতী প্রতিরোধ আইনের ১৯৪৭ সালের ৫(২) ধারায় মিঠাপুকুর থানায় ২০০২ সালে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে দুদক। দীর্ঘ ১১ বছর পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহন শেষে দুই আসামি রেজাউল বারী ও শফিকুল ইসলামকে দোষি সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠানো হয়।
দুদকের মামলা পরিচালনাকারী আইনজিবী হারুনর রশীদ অ্যাডভোকেট জানান আসামিরা সরকারী অর্থ আত্মসাৎ করেছে। সাক্ষ্য প্রমানের তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাদের সাজা প্রদান করেছে। তিনি বলেন এর মাধ্যমে প্রমানিত হয়েছে সরকারী অর্থ আত্মসাৎ করে পার পাওয়া যাবেনা।