কেশবপুরের মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর অলিখিত অভিযোগ করেছেন জমি দাতা প্রতিষ্ঠাতা,বিদ্যোৎসাহি ও অভিভাবক সদসন্যবৃন্দ। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৪ জন অবিভাবক সদস্য নির্বাচনে পছন্দের ব্যক্তিদের বাড়ি গিয়ে স্বাক্ষর নেয়া, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের প্রচেষ্টার অংশ হিসেবে আয় ব্যয়ের কোন হিসাব না থাকা, শিক্ষক প্রতিনিধিকে বাদ দিয়ে অন্যজনকে শিক্ষক প্রতিনিধি করা, নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদুজ্জামন ও প্রধান শিক্ষিকা পুর্ণিমা দাস নির্বাচনের ফলাফল গোপন রেখে নির্বাচিত বলে তাদের পক্ষের লোকদের নাম ঘোষনা করে বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগ। গঠিত কমিািট বাতিলের দাবি জানিয়ে পুণরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা পুুির্ণমা রানী দাস জানান, নির্বাচন পরিচালনা করেছেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাপ। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করেছেন এর মদ্যে স্বপন তরফদার ৬ ভোট ও ওয়াজেদ খান ৫ ভোট পান, তিনি অভিযোগ অস্বিকার করেছেন। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে ঘোষনা করা হয়েছে। অভিযোগ কারি ওয়াজেদ খান ডবলু, শহিদুজ্জামান শহিদ জানান, নির্বাচন অনুষ্ঠানের ফলাফল উপস্থিত এলাকার অভিভাবক ও প্রার্থীদের সামনে ঘোষনা করা হয়নি।