যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে ৭৬ জন নারী পুরুষ শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছে। বৃহষ্পতিবার ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীসহ হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছেন এবং ৫৫ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার পর শনাক্ত হয়েছে আরও বেশি। উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ডাক্তার সংকট থাকায় প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না নিয়ে ফিরতে বাধ্য হচ্ছে। হাসপাতালের বেড ও ফ্লোরে রোগি অবস্থান নিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামাঞ্চলের তুলনায় শহর এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনা মূলক বেশী। গত এক মাসে কেশবপুর পৌর শহর এলাকায় ১৪ জন এ ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের ভেতর ৭টি ইউনিয়নে ৫৩ জন ও পার্শ্ববর্তী উপজেলা মণিরামপুরের ৮ জন এবং বাঘারপাড়া উপজেলার ১ জনসহ মোট ৭৬ জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গু রোগে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এদের মধ্যে শিশু শিক্ষার্থীসহ ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলার ৭ ইউনিয়নের ভেতর কেশবপুর সদরে ২০ জন, সুফলাকাটী ২ জন, মজিদপুর ৬ জন, বিদ্যানন্দকাটী ২ জন, ত্রিমোহিনী ৯ জন, পাঁজিয়া ৫ জন, সাগরদাঁড়ী ৫ জন ও মঙ্গলকোট ইউনিয়নে ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আক্রান্ত রোগীদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ০৩ জন শিশু।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
উপজেলা মূলগ্রামের আয়ূব হোসেন ওরফে টাবুর মেয়ে পাইলট স্কুল এ- কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আঁখি (১৮) গত এক সপ্তাহ ধরে জ¦রে ভুগার পর গতকাল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র সাকিব ও কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র সিয়াম হাসান শুভ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত। বর্তমানে তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভাল বলে পরিবারে স্বজনরা জানান।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হারুন-অর-রশীদ বলেন, জলবায়ুর পরিবর্তন এ্যাসিড মশার দ্রুত বিস্তারের একটি অন্যতম কারণ। বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন ৩ থেকে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এসব রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত জটিলতায় ৫ রোগীকে উন্নত চিকিৎসার জন্য কেশবপুর হাসপাতাল থেকে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।