চা- বাগানে যৌন ও প্রজনন স্বাস্হ্য অধিকার বিষয়ক প্রকাশনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ ডিসেমিনেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সিআইপিআরবি'র নির্বাহী পরিচালক ডা. একেএম ফজলুর রহমান।
চা-বাগানে গর্ভবতী ও প্রসুতি মায়েদের ওপর নির্মিত প্রামান্যচিত্রের উদ্বোধনী স্ক্রিনিং এবং বাগানের মা, কিশোরী ও পরিবারের জন্য যৌন ও প্রজনন স্বাস্হ্য বিষয়ে তৈরি ম্যানুয়াল, পোস্টার, ফ্লাইয়ারের ডিসেমিনেশন সেমিনারে ব্ক্তব্য রাখেন--সিআইপিআরবি'র ডেপুটি টিম লিডার ডা. আবু সাঈদ মো.আবদুল্লাহ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরি, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা, সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্য রাখেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ( সেড) এর পরিচালক ফিলিপ গাইন।
সেমিনারে জনস্বাস্হ্য বিষয়ক বিশেষজ্ঞ, চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি, নারী প্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক ও সংশ্লিস্ট কর্মকর্তাসহ প্রায় শতাধিক ব্যাক্তি উপস্হিত ছিলেন।