বিরলে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাবেক ইউপি সদস্যসহ ৩ জুয়াড়-কে জুয়া খেলার অপরাধে দন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার গভার রাত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট এ বি এম রওশন কবীর সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে আজিমপুর ইউপি’র রাজুরিয়া গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী বকুল চন্দ্র রায় ও একই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র রায়ের পুত্র সাবেক ইউপি সদস্য শক্তি কুমার রায় এবং ধামইর ইউপি’র গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের মৃত আকালু মোহাম্মদ এর পুত্র আনোয়ারুল ইসলাম কে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। থানার এসআই খালিদ হাসান, আবদুল কাদের, মানিকুল ইসলাম ও এএসআই আসলাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।
থানার কর্মকর্তা ইনচার্জ এ টি এম গোলাম রসুল বিয়ষটি নিশ্চিত করেছেন। বৃহষ্পতিবার সকালে দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।