চিকিৎসা ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন। বরিশাল জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় নগরীর বিভিন্নস্থানের আর্থিক অনটনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ও অর্থাভাবে দুঃস্থ পরিবারের সন্তানদের পড়ালেখার বিঘœ হওয়া অবেদন করায় নয়টি পরিবারের সদস্যদের মাঝে ৪৪ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।