সড়কপথে ভারি যানবাহনসহ বরিশাল থেকে স্বরূপকাঠী উপজেলায় সরাসরি যানচলাচলের জন্য গুঠিয়া এলাকায় (কালিজিরা) ব্রীজ ও মাধবপাশায় সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ ব্রীজ দুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের একমাত্র ব্যবসায়ীক ও প্রাকৃতিক পর্যটন এলাকা হিসেবে পরিচিত স্বরূপকাঠীর সাথে সহজে যাতায়াত করা সম্ভব হবে।
এজন্য জেলার উজিরপুর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার তিনটি মৌজা থেকে ভিটেবাড়িসহ নাল ও বাগান থেকে ১.৩৫৫ একর জমি অধিগ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের অধীনস্ত ওয়েস্টার্ণ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্প ব্যাবস্থাপক মোঃ জাকির হোসেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি বরাদ্দ কমিটির সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়।
ওই কর্মকর্তা জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকার গড়িয়ারপাড় হয়ে পিরোজপুরের স্বরূপকাঠী সড়কে ভারী যানবাহনসহ বিভিন্ন যানচলাচলের জন্য বাবুগঞ্জের মাধবপাশা ও উজিরপুরের গুঠিয়ায় (কালিজিরা) নতুন করে দুটি ব্রীজ নির্মান করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনস্থ ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ডব্লিউবিবিআইপি) প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর সেতু (কালিজিরা) নির্মানের জন্য জেএল ১০৭নং গুঠিয়া মৌজা থেকে ০.৫৮একর ও বাবুগঞ্জ উপজেলার জেএল ৩৬নং চন্দ্রপাড়া মৌজা থেকে ০.৫১ একর জমি অধিগ্রহন করতে হবে। অপরদিকে একই সড়কে চলাচলের জন্য বাবুগঞ্জের মাধবপাশায় সেতু নির্মাণের জন্য জেএল ৫৭নং শ্রীনগর মৌজা থেকে ০.২৯৫একর ও ৪২নং মাধবপাশা মৌজা থেকে ১.০৬ একরসহ মোট ১.৩৫৫ একর জমির প্রয়োজন। ফলে প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে কাগজপত্রসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। অপরদিকে এই প্রজেক্টের মাধ্যমে ওই সড়কের রায়েরহাট নামকস্থানের ব্রীজের কাজ প্রায় শেষপর্যায়ে এসে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করা হয়।