নোয়াখালীর সেনবাগ ডেঙ্গু মশা প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সেনবাগ পৌরসভা। এর অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডে মোহাম্মদপুর মাদরাসা নূরানী তা’লীমুল কোরআন ও হেফজ খানায় ফগার মেশিনে সাহায্যে ওষুধ ছিটিয়ে ও রাস্তার দুই পাশ্চের ঝোপÑঝাড় পরিস্কারের মাধ্যমে ওই ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, ৮নং ওয়ার্ড কাউন্সিল ও পৌরসভার প্যানেল মেয়র-২ খোরশেদ আলম, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক আবুল হোসেন মিয়া, ব্যবসায়ী জহিরুল আলম, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামন বাবলু, সেনবাগ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সমাজসেবক জাহাঙ্গীর আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও পৌরসভার কর্মকতা কর্মচারীরা।
পৌরসভার মেয়র আবু জাফর টিপু জানায়, সারাদেশে ডেঙ্গু মশার উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় সেনবাগ পৌরসভার ৯টি ওয়ার্ডের জনসাধারণের মাঝে যাতে ডেঙ্গু রোগ না চড়াতে পারে সে জন্য পৌরসভা থেকে ৮লাখ টাকা ব্যায়ে ডেঙ্গু নিধনের বিশেষ ক্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।