পিরোজপুর-১ আসনে এমপি,গৃহায়ণ ও গণপূর্ত
মন্ত্রণলয়ের মন্ত্রী এ্যাড. শ ম রেজাউল করিম জাতীয় নির্বাচনীয় প্রচারনার ২১টি প্রতিশ্রুতির মধ্যে
নেছারাবাদের স্বরুপকাঠি, ইন্দেুরহাট ও মিয়ারহাট বন্দর পারাপারে বেপরয়া সন্ধ্যা নদীতে ১টি ফেরী ছিল
প্রতিশ্রুতি অন্যতম। এমপি থেকে মন্ত্রী হওয়ার ৭ মাসের মধ্যেই তার স্ব-চেষ্ঠায় প্রতিশ্রুতির ৩টি পূরণ হলেও
আড়াই লাখ গণমানুষের দাবী নদী ও সড়ক পথে যাবাহন পারাপারে ফেরীটি অনুমোদনের জন্য মন্ত্রীর জোরালো
সুপারীশে সড়ক ও জনপথ অধিদপ্তর গত ১৯ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণাল নেছারাবাদের সন্ধ্যা নদীতে ফেরীটি অনুমোদন
দিয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুর সড়ক বিভাগাধীন হুলারহাট-শ্রীরামকাঠি-স্বরুপকাঠি জেলা-
উপজেলা মাহাসড়কের ২৬তম কিলোমিটারে ইন্দেরহাট হতে নেছারাবাদ (স্বরুপকাঠি) পর্যন্ত সন্ধ্যা নদীর উপর সড়ক ও
জন পথের অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর উপসচিব ফাহমিদা হক খান ওই দপ্তরের ¯œারক -৭১৮ নং প্রঃ প্রঃ স্বক্ষরীত
একটি নতুন ফেরী ও ফেরীঘাট ¯’াপনের নিমিত্তে প্রশাসনিক ভাবে এ অনুমোদন দেন। দীর্ঘদিনের এ প্রত্যশা
পূরণ হতে যাওয়া আনন্দ উৎসবে মূখরিত পিরোজপুরের নেছারাবাদের আড়াই লাখ মানুষ। ১৯৮৬ সালে এরশাদ
সরকার আমলে প্রথম সন্ধ্যা নদীতে ফেরী চালু হলেও ১৯৯৩ সালে বিএনপি সরকার এ ফেরীটি রহস্য জনক কারণে
বন্ধ করে দেন। তখনকার সময় এ অঞ্চলে এমপি, মন্ত্রীরা আসলে মাঝে-মধ্যে ফেরীটি চালু হলেও ১৯৯৪ সালে
ফেরীটি ব্যবহারের অযোগ্য দেখিয়ে সন্ধ্যা নদীর পূর্বপাড়ে ফেলে রাখায় হয়। দীর্ঘদিন ফেলে রাখায় সরকারের
কোটি টাকার এ ফেরীঘাটটি মরিছা ধরে নষ্ট হয়ে যায়। দীর্ঘ ২৫ বছরে ফেরীটি চালু না হওয়ায় প্রতিনিয়ত
ঝড়-তুফনে জীবনের ঝুকি নিয়ে চরমভাবে ভোগান্তিতে পড়তে হয় সন্ধ্যা নদীর দুইপাড়ের স্কুল-কলেজের হাজারও
শিক্ষার্থীসহ পথচারীদের। ট্রলার যোগে নদী পারাপারে গত তিন বছরে সন্ধ্যা নদীতে ট্রালার ও নৌকা ডুবিতে
প্রায় ১৬ জন নারী-পুরুষ ও শিশু মারা গেছে বলে ¯’ানীয় সুত্রে জানা যায়। এ ছাড়াও বিশেষ প্রয়োজনে সড়ক
পথের যানবাহন পারাপারে পার্শবর্তী উপজেলা বানারীপাড়ার প্রায় ১৩ কিলোমিটার¡ গুরে সন্ধ্যা নদীর পশ্চিম
পাড় মিয়ার হাট-ইন্দেুর হাট বন্দের আসতে হয়। নদীর পূর্বপাড়ে অফিস আদালত ও হাসপাতাল থাকায় অনেক
ঝড়-তুফানে পশ্চিম পাড়ের মানুষ মূমূর্ষ রোগী নিয়ে ট্রালার যোগে হাসপাতালে যেতে না পারায় অনেক
রোগীর মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন ¯’ানীয় বাসিন্দারা।