ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গফরগাঁও পৌর শহরের ৮ নং ওয়ার্ড ও মাজার রোড ১ নং গলির বাসিন্দারা গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাবুল হাছান, শাহাজাহান ঢালী, আবদুস সাত্তার, মরিয়ম সুলতানা ডেইজি, রেখা আক্তার, সুইটি আক্তার, জোসনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ। মানববন্ধন থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে এলাকায় রাস্তা বন্ধ করে পৌরসভার অনুমোদনহীন ও নিয়ম লংঘন করে নির্মাণ করা সীমানা প্রাচীর ভেঙে ফেলার দাবী জানানো হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌর শহরের ৮ নং ওর্য়াডের নিশাই সরকার মাদ্রাসা এলাকায় মাজার রোড ১ নং গলির মাঝামাঝি স্থানে পৌরসভার নির্দেশ ও আইন অমান্য করে গত তিনদিন ধরে ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা নামে এক ব্যক্তি সীমানা প্রাচীর নির্মান করছে। এতে এই গলির পিছনের অংশের ১০/ ১২টি বাসার প্রায় ৩০টি পরিবারের যাতায়তের সহজ পথ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাবুল হাছান বলেন, পৌরসভার নিয়ম অনুযায়ী যে কোন স্থাপনা নির্মাণে পৌরসভার অনুমোদন নিতে হয়। কিন্তু তিনি এ সীমানা প্রাচীর নির্মাণে পৌরসভার কোন অনুমোদন নেননি।
পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন অনুমোদনহীন এই নির্মাণ কাজ বন্ধের জন্য ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহাকে চিঠি পাঠায়।