দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধণ, শিক্ষা উপকরন বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ খন্দকার শাহেআলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কণিকা মুখার্জি, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের একটি কক্ষে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধণ ও সবশেষে বিদ্যালয়ের ৬৫০জন শিক্ষার্থীদের মাঝে দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।