জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল বাশার প্রিন্স সিকদারের হত্যাকারী একই উপজেলার বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদারের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঢাকায় সক্রিয় ‘রয়্যাল চিটিং ডিপার্টমেন্ট’ (আরসিডি) নামে পরিচিত প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে পুলিশ গ্রেফতারের পর প্রতারক চক্রের মূলহোতা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজার নিজ এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মুখ খুলতে শুরু করেছেন দুই চেয়ারম্যান ও তাদের সহযোগিদের কাছে দীর্ঘদিন ধরে জিম্মি থাকা ভূক্তভোগিরা। হত্যা, মাদকসহ একাধিক মামলার পর এবার ভয়ঙ্কর প্রতারনার ঘটনায় অনতিবিলম্বে অভিযুক্ত দুই চেয়ারম্যানকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মুলাদী উপজেলাবাসী।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতারা জানান, ২০১৮ সালের ৯ মার্চ বাটামারা ইউনিয়নের ৪০দিন কর্মসূচীর মাধ্যমে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধভাবে মালিকানা জমি জবর দখল করে সহযোগির বাড়ির জন্য নতুন রাস্তা নির্মান করছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ খবর পেয়ে নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল বাশার প্রিন্স ও তার পরিবারের লোকজনে ঘটনাস্থলে পৌঁছে তাদের জমি দিয়ে রাস্তা নির্মান না করার জন্য ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেন। এনিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে ইউপি চেয়ারম্যানের নির্দেশে তার সহযোগিরা স্থানীয় মসজিদের মাইকে গ্রামে ডাকাত ঢুকেছে প্রচার করে প্রিন্স ও তার পরিবারের সদস্যদের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। পরে প্রকাশ্যে যুবলীগ নেতা প্রিন্সকে চেয়ারম্যান ও তার লোকজনে ধরে নিয়ে যায়। ঘটনার দুইদিন পর আড়িয়াল খা নদী থেকে প্রিন্সের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে আইনের ফাঁক ফোকর পেরিয়ে জামিনে বের হয়ে আসে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। এছাড়াও ইউপি চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠ সহযোগিদের বিরুদ্ধে জাল টাকা এবং মাদক ব্যবসার বিস্তার অভিযোগ রয়েছে।
সূত্রমতে, ঢাকার মতিঝিল থানা পুলিশ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও একসময়ের তুখোর বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন রেজার নেতৃত্বে ঢাকায় গড়ে ওঠা ভয়ঙ্কর প্রতারক চক্র ‘রয়্যাল চিটিং ডিপার্টমেন্ট’ (আরসিডি) গ্রুপের সক্রিয় তিন সদস্যকে গত শনিবার রাতে গ্রেফতারের পর চেয়ারম্যান শহিদুলের অপরাধ জগতের নানা কু-কৃতি বেরিয়ে আসতে শুরু করেছে।
সম্প্রতি সময়ে স্বনামধন্য গার্মেন্ট ব্যবসায়ী প্রীতম গ্রুপের মালিক এবং গুলশানের বাড়িওয়ালা মোজাহিদুল ইসলাম প্রদীপের কাছ থেকে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে নগদ ৭২ লাখ টাকা এবং এক কোটি ৭৭ লাখ টাকার চেক হাতিয়ে নেয়ার ঘটনায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, এই দুই চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতারক চক্রের তিন সদস্যকে হোটেল পূর্বাণীর সামনে থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
কারাগারে থাকা প্রতারক চক্রের সদস্যরা হল-আলাউদ্দিন হাওলাদার, আজাদ হোসেন কলিম ও শফিউল ইসলাম। প্রতারক চক্রের মূলহোতাসহ অন্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন। ভয়ঙ্কর এ চক্রের সবার বাড়ি মুলাদী উপজেলায়। পুলিশের আরেক কর্মকর্তা জানান, ঢাকার অভিজাত এলাকার বাড়িওয়ালার কিংবা শিল্পপতিদের টার্গেক করে চক্রের সদস্যরা কেউ নিজেকে বিদেশ ফেরত বড় শিল্প উদ্যোক্তা, কেউ কথিত শিল্পপতির ম্যানেজার পরিচয় দিয়ে কৌশলে বিশ্বস্ততা অর্জন করে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বেশ কয়েক বছর ধরে চক্রটি সক্রিয় রয়েছে। একাধিকবার কয়েকজন সদস্য গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে তারা ভিন্নকৌশলে প্রতারণা করে আসছে। ওই কর্মকর্তা আরও জানান, চক্রের মূলহোতা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম একাধিক মোবাইল ফোন নম্বর ব্যবহার করে। একটি নম্বর সে সবসময় ব্যবহার করে। অন্যগুলো সবসময় বহন করেনা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিকে ফাঁকি দেয়ার জন্য বিশেষ নম্বর সে কখনও এলাকায় নেয় না।
গার্মেন্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম প্রদীপ বলেন, প্রতারকরা তার কাছ থেকে নগদ অর্থ ও চেক হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দিয়েছিলো। এরইমধ্যে গত শনিবার মাসুদ নামের ওই প্রতারক গ্রুপের একজন আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করে মতিঝিলে আসার জন্য বলে। বিষয়টি আমি (প্রদীপ) মতিঝিল থানা পুলিশকে অবহিত করার পর পূর্বাণী হোটেলের সামনে থেকে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে-উল্লেখিত দুই চেয়ারম্যান তাদের প্রত্যেককে কাজ প্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকেন। এজন্য তারা ওই দুইজনের কথামতো প্রতারণার সময় কেউ জমির মালিক আবার কেউ শিল্পপতির ম্যানেজার সেজে কথা বলতেন। আগে তারা মুলাদীতে কেউ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন, আবার কেউ মাছের ব্যবসা করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর প্রথমে বিশ্বাস হয়নি। পরে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে লেনদেন সম্পর্কে খোঁজখবর নিয়ে ও সংশ্লিষ্ট হোটেলগুলো থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ সম্পর্কে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সব সময় গ্রামে থাকি। ঢাকাতো দূরের কথা কখনও বরিশাল শহরেও যাইনা। তিনি আরও বলেন, কখনও অসৎ পন্থা অবলম্বন করিনি। ষড়যন্ত্র করে আমাকে মামলায় আসামি করা হয়েছে।