৩ বখাটের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট ঘটনাটি ঘটে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুয়াইতপুর গ্রামে নির্যাতনের শিকার নারী নিহত মুক্তিযোদ্ধার সন্তান এবং দুই সন্তানের জননী। অভিযুক্ত আলীর ছেলে সোহেল রানা, হাসেম ফকিরের ছেলে আসলাম ও কবীর হোসেনের ছেলে মানিক।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী মহল নির্যাতিতার পরিবারকে নগদ অর্থেও প্রলোভনসহ নানান হুমকি দিয়ে আসছে বলে জানায় মুক্তিযোদ্ধার পরিবার। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক বলেন, ঘটনাটি শুনেছি। দু'একদিনের মধ্যে ঘটনাস্থলে যাব। কোর্টে মামলার বিষয়ে আইনজীবী শফিকুল ইসলাম সেলিম জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন। আপসের প্রস্তাবে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে মামলাটি আদালতে এখনও দায়ের করা হয়নি। অপরদিকে থানায় অভিযোগ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এখন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধার সন্তান এমন অভিযোগ নিয়ে আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেব।
এ বিষয়ে মামলার অভিযোগের প্রধান সাক্ষী শহীদ উল্লাহ জানান, রাতে আমরা যখন শুয়ে পড়ি, তখন চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি বাদীর বাড়ির সামনে পাহারায় আছে আসলাম আর মানিক। পরে ঘরে গিয়ে আসামি সোহেল আর বাদীকে ধস্তাধস্তি করতে দেখতে পাই।
নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাবা আজ বেঁচে নেই। স্বামী এ ঘটনা শুনে আমাকে তালাকনামা পাঠাবে বলে হুমকি দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযোগের জন্য থানায় গেলাম, পুলিশ মামলা নিল না। মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে গেলাম, তিনি বললেন, আমি বিষয়টা দেখছি। কোর্টে উকিলের কাছে মামলা করলাম। উকিল মামলা নিলেও এখনও কোর্টে তুললেন না। উকিল বললেন, দেখি মীমাংসা করা যায় কি-না। আমি অপরাধীর উপযুক্ত বিচার চাই, অপরাধীর শাস্তি চাই।