আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে রেশমা হিজড়াকে (৩২) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের রেলস্টেশন তরকারি বাজারের সামনে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসী হামলায় তিনি ছুরিকাহত হন।
আহতের সাথে থাকা চাঁদনী, ঝুমুর ও পূজা জানান, এদিন রাতে শেখ রেশমা তরকারি বাজারের সামনে অবস্থান করছিলেন। তখন প্রতিপক্ষ চুমকি, ভাবনা ও শামিমার লোকজন মুখ বাঁধা অবস্থায় এসে তার বুকে ছুরিকাঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকান। ওইসময় তার বামহাত কেটে যায়। এরপর দুর্বৃত্তরা তার ডান পায়ের পেছনে ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। শেখ রেশমা শহরের চাঁচড়া রায়পাড়া হিজড়াপট্টিতে বসবাস করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মাহমুদুল হাসান পান্নু জানান, জখম স্থানের গভীরতা অনেক বেশী। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।