মাদক মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের স্পেশাল জজ শেখ ফারুক হোসেন এ সাজা প্রদান করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দ-িত আবদুল কাদির শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের মৃত কিনু সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১১ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কাদিরের রান্না ঘরে মোটরসাইকেল থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রেজাউল হক মুন্সী আবদুল কাদিরের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। এ মামলায় মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।