বাবার অভিযোগে যশোরের চৌগাছায় মাদকসেবী সন্তানকে ভ্রাম্যমাণ আদালত ছয়মাসের কারাদ- দিয়েছেন। মাদকসেবীর নাম রতন আলী। একইসাথে তার কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। রতনের বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে।
আদালতের ম্যাজিস্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, রতন আলী নিজের বাড়িতে নিয়মিত গাঁজা সেবন করে পিতা-মাতাকে মারধর করতো। তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। বুধবার দুপুরে রতন আবারো নিজ বাড়িতে গাঁজা সেবনকালে তার বাবা নূর মোহাম্মদ উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দিলে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা করেন।