খুলনার পাইকগাছায় হরিঢালী ইউনিয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ২দিন ক্লাস বর্জন করেন স্কুল ক্যাম্পাসে আন্দোলন করেছে। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রে পুলিশ মোতায়েনে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সমস্যা সমাধানের আশ্বাসে ছাত্র-ছাত্রীরা শ্রেণী কক্ষে ফিরে যায়।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডসহ সদ্য নির্মিত বিদ্যালয়ের প্রবেশদারে প্রতিষ্ঠাতার নাম না থাকা, শ্রেণি কক্ষে ফ্যান সংকট, ছাত্রদের দিয়ে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, পরীক্ষায় অতিরিক্ত ফিস আদায়, ছাত্র-ছাত্রীদের সাথে দূর্ব্যবহার, অনিয়ম ও নানা অবস্থাপনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক সহ পরিচালনা পরিষদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে আন্দোলনে করছে।
পূর্বদিনের ন্যায় বুধবার সকাল থেকে তারা ক্লাস বর্জন করে স্কুলের মাঠ, অফিস কক্ষ ও রাজপথে অবস্থান নেয়। এ সময় তারা তাদের দাবি নিয়ে শ্লোগান দিতে থাকে। তাদের মূহুর্মূহু শ্লোগানে স্কুল ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। এক পর্যায় প্রশাসনসহ মিডিয়াকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আন্দোলনের মুখে প্রধান শিক্ষক অফিস কক্ষে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ পাইকগাছা থানা ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন। থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসসহ পরিচালনা পরিষদের সদস্যদ ও ছাত্র-ছাত্রীদের সাথে পৃথক পৃথকভাবে মত বিনিময় করেন। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবির বিষয় নিয়ে ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘন্টা চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরে আলম ও ওসি এমদাদুল হক শেখ ছাত্র-ছাত্রীদের দাবীর বিষয় সমাধানে আশ্বস্ত করে লিখিত আকারে দাবি পেশ করার জন্য স্কুল ছাত্রদের ক্যাবিনেট প্রধান হাফিজুর সরদারকে পরামর্শ দেন।
প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, আমি তিন বছর প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করছি। স্কুলে প্রাচীর নির্মাণ, শ্রেণি কক্ষে ফ্যান, খেলার জন্য উপকরণ সামগ্রী, ফুটবল খেলার জন্য স্থায়ী গোলপোস্ট তৈরীর অর্ডার সহ নানাবিধ উন্নয়ন মুলক কর্মকা- হাতে নিয়ে তা পুরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অন্যান্য অভিযোগের বিষয় এড়িয়ে যান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু জানান, বর্তমান সরকারের অধীনেই স্কুলের প্রভুত উন্নয়ন হচ্ছে। ছাত্রদের যদি অভিযোগ থাকে সেটা আমার কাছে লিখিত ভাবেও করতে পারে। তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেন। যদি কোনো অভিযোগ থাকে আমাকে বলতে পারতো। আন্দোলনে উদ্বুদ্ধ নিছক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে।