গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজারে গত বুধবার গভীর রাতে চারটি দোকানে টিনের চাল কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। তার মধ্যে দেলোয়ার এন্টারপ্রাইজ থেকে নগদ ৬ হাজার টাকা, ২টি এলইডি টিভি, ২টি গ্যাসের চুলা, ২টি ব্লেন্ডার মেশিন। শীতলক্ষ্যা ইলেক্ট্রনিক্স থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৪টি এলইডি টিভি।মহসিন ইলেক্ট্রনিক্স থেকে নগদ ৯০ হাজার টাকা, ২০ হাজার টাকার মোবাইল রিজার্চ কার্ড, প্রায় ১০০টি মোবাইল সিম ও ২ কয়েল তার এবং গ্রীন পাওয়ার থেকে নগদ ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ সার্কেল এএসপি পঙ্কজ দত্ত ও কাপাসিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্র্শন করেছেন। এ ব্যাপারে দোকান মালিকরা থানায় অভিযোগ দায়ের করেছে।