কচুয়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে নিজ বাগান বাড়ীতে নিয়ে দিনের পর দিন ধর্ষনের অভিযোগে (৩৫) নামে জেলা প্রশাসনের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। কচুয়া থানায় ভিকটিমের দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার ছোট বগা গ্রামের মৃতঃ হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কার্য্যলয়ের সার্টিফিকেট সহকারী। কর্মস্থলসহ এলাকায় সাইদুর রহমান কবি হিসাবে পরিচিত এবং স্বভাব লম্পট হিসাবে আলোচিত। মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা থানার এসআই মনির হোসেন জানান, গ্রেফতারকৃত সাইদুর রহমান কচুয়া উপজেলার জোবাই গ্রামের তার বাগান বাড়ীর দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে গত এক বছর ধরে স্থানীয় মাদারতলা গ্রামের ওই নারী(৩৫)কে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছে। সর্বশেষ গত ২৬ জুলাই-২০১৯ তারিখ সকালে ধর্ষনের পর আর যোগাযোগ করে নাই। এ ঘটনায় উপায়ন্তর না পেয়ে ওই নারী মঙ্গলবার সন্ধ্যার পর কচুয়া থানায় গিয়ে সাইদুর রহমান কে আসামি করে একটি মামলা করেন। সে অনুযায়ী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যাতা পেয়ে কচুয়া থানার অফিসাসর্ ইন চার্জ শেখ সফিকুর রহমান এর নেতৃত্বে এস আই মনির হোসেন সাইদুর রহমান কে গ্রেফতার করে গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়। আর ভিকটিম, নারীর ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়। উল্লেখ্য, সাইদুর রহমানের বাগেরহাট জেলা শহরের সোনাতলা এলাকায় একটি বসতবাড়ী রয়েছে। এ ব্যাপারে কচুয়ায় থানায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধিত ২০০৩ এর (৯)১ ধারায় মামলা হয়। মামলা নং-০৭