ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে বাক-বিতন্ডা তারই জের ধরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মাথা ফাটাল প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মী ও তার সহযোগীরা। জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে খাবার বিতরণের সময় ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি কলেজ ছাত্রলীগের সদস্য মোঃ ইব্রাহিম খানের সাথে একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ কাওসার মোল্লা ও তার সহযোগীদের সাথে বাক বিতন্ডার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে বুধবার সকালে ছাত্রলীগ কর্মী মোঃ ইব্রাহিম ইন্দুরকানী কলেজের সামনে গেলে আগে থেকেই ওত পেতে থাকা অপর ছাত্রলীগ কর্মী কাওসার মোল্লা, তার চাচাত ভাই রাসেল মোল্লা, জাহিদুল মোল্লা এবং তার সহযোগী রাকিব, আশিক ইমাম চলা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আলিম মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং আহত কলেজ ছাত্রের চিকিৎসাধীন আছে।