ময়মনসিংহের গফরগাঁওয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের নতুন চর গ্রামে নিজাম উদ্দিন মেম্বারের বাগানের প্রায় তিন হাজার গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষ লোকজন এ কাজ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
নিজাম উদ্দিন মেম্বার বলেন, মারামারি ও হামলা ইত্যাদি নিয়ে একই গ্রামের ওমর ফারুক (৫০), মিনারুল (৩০), হোসেন (৬০), ছালাম (৬২) ও তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে শক্রতা চলছিল। তারা আমার ক্ষতি করার হুমকিও দিচ্ছিল বেশ কয়েকদিন যাবত। এর জের ধরে এদের নেতৃত্বে ৫০/৬০ জন দুবৃর্ত্ত নতুন চর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে মঙ্গলবার দিবাগত রাতে আমার ৫ একর জমির বাগানের প্রায় আড়াই হাজার মেহগনি, একাশি, আকাশি, সেগুন, কাঠাল, আম গাছ কেটে ফেলে। এ বাগানের গাছগুলো ছিল প্রায় ৫/৬ বছর বয়সী। এছাড়াও দুর্বৃত্তের দল বাগানের প্রায় ৫ শতাধিক কলা গাছ কেটে ফেলে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, জমির মালিকানা নিয়েও দ্ব›দ্ধ থাকতে পারে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।