খুলনার পাইকগাছার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ ও ডেঙ্গু রোধে এক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় কপিলমুনি পুলিশিং কমিউনিটির উদ্যোগে ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ। কপিলমুনি পুলিশিং কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, এসআই মিন্টু মিয়া, জয়ন্ত হোঢ়, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, পলাশ কর্মকার, তপন পাল ও দীপ অধিকারী। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মিন্টু সাহা ইউপি সদস্য আ. আজিজ সহ ছাত্রী বৃন্দ।