ঝালকাঠির কাঠালিয়া চেচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত বোর্ড গ্রাহ্য না করায় আদালতে মামলা নং-৯৩/১৯ দায়ের করেছেন স্থানীয় ইউপি সদস্য ও অভিভাবক মোঃ মান্নান হাওলাদার। ঝালকাঠির কাঠালিয়া সহকারী জজ আদালতের বিচারক মোঃ নুরুল আমীন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল বিবাদীদের কারণ দর্শানো নোটিশ দেন। আগামি ১ মাসের মধ্যে জবাব প্রদান করতে হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। গত ২৭ আগস্ট মামলাটি দায়ের করা হলে পরদিন ২৮ আগস্ট আদালত এ আদেশ দেন। মামলায় বিবাদী করা হয়, বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রদান শিক্ষক মোঃ মেহেদী হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ/উন্নয়ন, অতিরিক্ত সচিব , বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান, বরিশাল অঞ্চল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক, সচিব, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা অফিসার, কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনকে।
মামলায় উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক মেহেদী হাসান বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিয়ে ২লাখ টাকা, স্কুলের কোষাদ্যক্ষের কাছ থেকে ভাউচার বিহীন চেক নিয়ে প্রায় দেড় লাখ টাকা, সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগে ৬লাখ টাকা, অডিট দেখিয়ে প্রায় আড়াই লাখ টাকা, প্রকাশনী কোম্পানি থেকে ১ লাখ টাকা উপঢৌকন গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এছাড়াও বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সভাপতির “এ” লেখার উপরে ¯¦াক্ষর করেন প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান। এ ব্যাপারে সভাপতি তাকে ৩ বার কারণ দর্শানো নোটিশ দিলে তিনি অগ্রাহ্য করে কোন জবাব না দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার না পাওয়ায় প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এতে তিনি কারাবাস করলেও বিহিীত বিধানে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশ দেয় বোর্ড কর্তৃপক্ষ। চুড়ান্ত বরখাস্তের আদেশ বা পরবর্তি ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ না দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।