অবসরপ্রাপ্ত বরগুনা জেলা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে ২শ’ ১৬জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমিতির সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার প্রমূখ।